Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভ্রাম্যমান ভূমি সেবায় খুশি জন সাধারণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৩, ০৩:৩৯ পিএম


ভ্রাম্যমান ভূমি সেবায় খুশি জন সাধারণ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এসিল্যান্ডের সৃজনশীল উদ্যোগ ‘ভ্রাম্যমান ভুমি সেবা’ কার্যক্রম। কাঙ্খিত ভুমি সেবা প্রাপ্তি নিশ্চিতে এমন অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এ কার্যক্রম চলমান রাখার দাবী জানিয়েছেন ভুমি সেবা পাওয়া সাধারন মানুষ। তাদের মতে এ কার্যক্রমের ফলে অফিসে না গিয়েই কাঙ্খিত সেবা পাওয়ায় সময় ও অর্থ দুটোই বেঁচে গেছে।

জানা গেছে, ‘মাটির কাছে, মানুষের কাছে’ এ স্লোগানকে সামনে রেখে ৭ অক্টোবর ‘ভ্রাম্যমান ভুমি সেবা’ কার্যক্রমের উদ্বোধনের পর ১৫ দিনে মাটিরাঙ্গার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় অফিস নিয়ে হাজির হয়েছেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দিন। দিয়েছেন সব ধরনের ভুমি সেবা।

গেল ১৫দিনে ‘ভ্রাম্যমান ভুমি সেবা’ প্রদানকালে ৫১টি নামজারি শুনানি হয়। সরেজমিনে রেকর্ড/খতিয়ান সংশোধন করা হয়েছে ৫০টি এবং ৪১ জনকে জমাবন্দির নকল প্রদান করা হয়। এ ছাড়া একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে পাঁচ শতাধিক গণশুনানী ও  জমি সংক্রান্ত নানা সমস্যার সমাধান করেছে সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দিন।

সেবা গ্রহিতা মফিজুল ইসলাম বলেন, আগে আমরা সেবার জন্য অফিসে গিয়ে ঘুরতাম। এখন ভূমি অফিসই মানুষের কাছে এসেছে। ভ্রাম্যমান ভুমি সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মো. আব্দুল করিম বলেন, এ কাজের ফলে আমাদের অর্থ ও সময় দুই-ই বাঁচবে। দালালের খপ্পরে পড়তে হবে না।

ভ্রাম্যমান ভুমি সেবা কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেছেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক। তিনি সাধারন মানুষের চাহিদা পুরণে বিচক্ষণতাপুর্ন সৃজনশীল ভাবনাশক্তি প্রয়োগের জন্য সরকারের এই কর্মকর্তাকে অভিনন্দন জানান ।  ভ্রাম্যমান ভুমি সেবা চলমান রাখার দাবীও জানান এ জনপ্রতিনিধি। ভ্রাম্যমান ভূমি সেবার ফলে ভূমি সংক্রান্ত কাজের ইতিবাচক পরিবর্তন ঘটবে জানিয়ে তিনি বলেন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

২০৩০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট ভুমি সেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ জানিয়ে সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ভ্রাম্যমান ভূমি সেবার মধ্য দিয়ে সবুজ পাহাড়ে নতুন দিগন্তের সূচনা হলো। 

তিনি বলেন, দালালের দৌরাত্ম ও নাগরিকদের খরচ কমাতে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এই ভ্রাম্যমাণ ভূমি সেবাটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়ন ও পৌরসভায় ভূমি সংক্রান্ত সকল সেবা দিবে ভ্রাম্যমাণ ভূমি সেবা টীম।

এইচআর

Link copied!