Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মিথ্যা মামলার প্রতিবাদে পলাশবাড়ীতে সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৩, ০৪:৪৫ পিএম


মিথ্যা মামলার প্রতিবাদে পলাশবাড়ীতে সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ীতে সাংবাদিক মন্জুর কাদির মুকুল, সিরাজুল ইসলাম রতন এবং আল কাদরী কিবরীয়া সবুজসহ ১০ জনের বিরুদ্ধে রংপুর সাইবার আদালতে মামলা দায়েরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে সোমবার (২৩ অক্টোবর) সকালে পৌরশহরের চৌমাথা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক দুদু’র সভাপতিত্বে মনববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পলাশবাড়ী প্রেস ক্লাব সহ-সভাপতি ফেরদাউস মিয়া, সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম, মুশফিকুর রহমান মিল্টন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইর্টাসের সভাপতি আব্দুস সালাম মাসুদ ও সাধারণ সম্পাদক নাইম প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি নারী সংক্রান্ত একটি বিষয় নিয়ে বিভিন্ন ফেসবুক আইডি, অনলাইন পত্রিকা এবং প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী আবু জাহিদ নিউ’র তথাকথিত এ্যাসিসটেন্ট ফাতেমা বেগম পলাশবাড়ীর সিনিয়র সাংবাদিক মন্জুর কাদির মুকুল, সিরাজুল ইসলাম রতন এবং আল কাদরী কিবরীয়া সবুজসহ ১০ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করে।

এআরএস

Link copied!