Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দু’দিনে ১৫ মোবাইল চুরি

পূজামন্ডপে কোলে শিশু নিয়ে চুরি করতেন তারা

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

অক্টোবর ২৩, ২০২৩, ০৫:১১ পিএম


পূজামন্ডপে কোলে শিশু নিয়ে চুরি করতেন তারা
ব্যাগের চেইন খুলে মোবাইল ফোন চুরির চক্রের সদস্য ২ নারীকে আটক করেছে আনসার ও ভিডিপির সদস্যরা৷ ছবি: সংগৃহীত

পূজামন্ডপে এসে কোলে শিশু নিয়ে মায়ের ছদ্মবেশে তারা পকেট মারা ও ব্যাগের চেইন খুলে মোবাইল চুরি করার কাজ করতেন। তাদের মধ্যে এমনও আছেন দিনে ৩থেকে ৪ টি পর্যন্ত মোবাইল চুরি করেছেন।

এই দলের ২ নারী সদস্যকে রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের সার্বজনীন দূর্গোৎসব মন্দিরে শারদীয় দূর্গাপূজার উৎসব চলাকালে চুরি করার সময় গ্রেপ্তার করেছে সদর আনসার ও ভিডিপির সদস্যরা৷

গ্রেপ্তারকৃতরা ছদ্মবেশে চুরিতে অংশ নিতেন বলে সোমবার (২৩ অক্টোবর) বিকেলে এসব তথ্য জানিয়েছেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী৷

গ্রেপ্তারকৃতরা হলেন রিফা বেগম (২৩) জান্নাত আরা বেগম (২৫) উভয় ঠিকানা ৯ নং ওয়ার্ড, পৌরসভা, সদর,কক্সবাজার৷ অভিযানে নেতৃত্ব দেয়া সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী বলেন, শারদীয় দূর্গাপূজার উৎসব চলাকালে দু‍‍`দিনে শহরের বিভিন্ন পূজামন্ডপে ১৫টার উপরে মোবাইল চুরির ঘটনা ঘটেছে৷

এমন সংবাদ আমাদের কাছে আসলে জেলা আনসার কমান্ডার অম্লান জ্যোতী স্যারের নির্দেশে পৌর শহরের বিভিন্ন পূজামন্ডপে আমরা কঠোরভাবে  দায়িত্ব পালন করছি৷

তারই ধারাবাহিকতায় রবিবার রাতে শহরের সার্বজনীন দূর্গোৎসব মন্দিরে শারদীয় দূর্গাপূজার উৎসব চলাকালে নিরাপত্তা পর্যবেক্ষণকালীন সময়ে কিছু দর্শনার্থীর এলোমেলো ঘোরাফেরা করতে দেখা যায়৷ যা সন্দেহজনক হলে তাদের উপর নজরদারী বাড়ানোর জন্য দায়িত্বরত পিসি শহিদুল ইসলামকে আদেশ দি৷ এমন সময়ে সার্বজনীন দূর্গোৎসব পূজামন্ডপে আগত দর্শনার্থী রুম্পা পাল নামে একজনের ব্যাগের চেইন খুলে মোবাইল চুরির সময় দায়িত্বরত মহিলা আনসার সদস্যা আয়েশা সিদ্দিকা তাকে হাতেনাতে ধরতে সক্ষম হন।

আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী বলেন, গ্রেফতার দুই মহিলাকে জিজ্ঞেসাবাদ করলে তারা
অপরাধ স্বীকার করেন৷ পরবর্তীতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনে বিষয়টি অবগত করা হলে পুলিশের একটি টিম এসে অভিযুক্তগণকে পুলিশ হেফাজতে নিয়ে যান বলে জানান আনসারের এ কর্মকর্তা৷

এবিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছদ্মবেশে তারা চুরি করত সেটা ঠিক৷ তবে গতকাল তারা চুরির চেষ্টা করেছিল ৷ চুরি করেনি৷

ওসি জানান, কোন অপরাধে এবং কিভাবে শিশুসহ দুইজন মহিলাকে কোর্টে পাঠাব৷ যাদের বিরুদ্ধে কোন অভিযোগকারী নেই৷

এআরএস

Link copied!