Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাহুবলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৩, ০৫:৪৪ পিএম


বাহুবলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

হবিগঞ্জের বাহুবলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দেবী চন্দ। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

জেলা প্রশাসক দেবী চন্দ বিকাল ৪ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়ন ও ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান এবং জেলা প্রশাসকের পরিবার পরিজন।

পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক দেবী চন্দ সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এআরএস

Link copied!