Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মুমূর্ষ অবস্থায় রাস্তায় পড়েছিল বৃদ্ধ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৩, ০১:২৬ পিএম


মুমূর্ষ অবস্থায় রাস্তায় পড়েছিল বৃদ্ধ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

মুমূর্ষ অবস্থায় রাস্তায় পড়েছিলেন এক বৃদ্ধ। হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তার মৃত্যু হয়েছে। তবে ওই বৃদ্ধের পরিচয় জানা যায় নি। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে শরীয়তপুরের গোসাইরহাটে এঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোসাইরহাট পৌরসভার পট্টি ব্রিজ এলাকায় রাস্তার পাশে মুমূর্ষ অবস্থায় পড়েছিল এক বৃদ্ধ। স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার মৃত্যু হয়েছে।

স্থানীয় আলম সরদার নামের একজন বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে পট্টি ব্রিজ এলাকায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখি পরে তাকে হাসপাতালে নিয়ে এসেছি। এর দুই ঘন্টা পরে ওই বৃদ্ধর মৃত্যু হয়েছে।

গোসাইরহাট থানা পুলিশের উপপরিদর্শক মো. সোহেল বলেন, হাসপাতালে এক বৃদ্ধর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছি। স্থানীয়রা পট্টি ব্রিজ সংলগ্ন মসজিদের পাশ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল। বৃদ্ধর পরিচয় সনাক্ত করার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।

এআরএস

Link copied!