Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

ঘূর্ণিঝড় ‘হামুন’ দাকোপ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৩, ০৪:৪৫ পিএম


ঘূর্ণিঝড় ‘হামুন’ দাকোপ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় খুলনার উপকূলীয় দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমুলক সভায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় উপজেলা ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভা সকল সাইক্লোন সেল্টার ও স্কুল, কলেজ গুলো সার্বক্ষনিক খোলা রাখা, মাইকিং, সিগনাল অনুযায়ী পতাকা উত্তোলন, সকল কর্মকর্তাকে কর্মস্থালে থাকা, মেডিকেল স্বাস্থ্য টিম, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যসহ গ্রাম রক্ষা বাহিনীর সদস্যদের প্রস্তুত এবং শুকনো খাবার প্রস্তুত রাখা, সার্বক্ষনিক কন্ট্রোল রুম খুলে রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, সুদেব রায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আযুব আলী ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম,দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার, ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ আবুল বাসার, এ্যাড্ উপজেলা ম্যানেজার পল বাড়ৈ, ওয়ার্ল্ড ভিশন, কারিতাস, সিপিবি প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তর প্রধান ও জিও এনজিও প্রতিনিধি এবং সাংবাদিক বৃন্দ।  

এইচআর

 

Link copied!