Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিছানায় পড়েছিল নারীর নিথর দেহ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভার (ঢাকা) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৩, ০১:৪৪ পিএম


বিছানায় পড়েছিল নারীর নিথর দেহ

সাভারের আশুলিয়ায় ভাড়াবাসার একটি কক্ষ থেকে স্বপ্না (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।

এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে আশুলিয়ার জিরাবোর কন্ডুলবাগ এলাকার একটি ভাড়াবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বপ্নার (২৫) ও তার স্বামীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে বাড়ি মালিকের স্ত্রী দেখতে পায় ওই কক্ষের বাহির থেকে দরজা আটকানো কিন্তু ভিতরে লাইট ও ফ্যান চলছে। পরে তিনি দরজা ধাক্কা দিয়ে দেখতে পায় বিছানার ওপর নিহতের লাশ পরে আছে। পরে আশপাশের লোকজনকে জানালে তার পুলিশে খবর দেয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোয় পুলিশ। ঘটনার পর হতে নিহতের স্বামী পলাতক রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, নিহতের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

তিনি আরও বলেন, তারা মাত্র এক মাস আগে এই বাড়িতে এসে ঘর ভাড় নেয়। তাই অন্য কেউ কোনো তথ্য দিতে পারছে না। পরিচয় নিশ্চিতসহ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে।

এআরএস

Link copied!