Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৩, ০২:০০ পিএম


নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানায় অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

বুধবার (২৫ অক্টোবর) নরসিংদীর জেলা পুলিশের মিডিয়া সেলে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন।

পুলিশ সূত্র মতে, গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বিশেষ অভিযানে  ১০ কেজি গাঁজাসহ ২ জন এবং বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে রায়পুরা থানা পুলিশ থানা এলাকার পান্তশালা নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে মনা মিয়া (৪৫) ও রুবেল মিয়া (৩২) নামের ২ জনকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।

এছাড়াও জেলাপুলিশের অন্যান্য ইউনিট বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করে। উল্লেখিত সময়ে জেলা পুলিশ মোট ৩৯ টি গ্রেপ্তার পরোয়ানা নিষ্পত্তি করতে সক্ষম হয়।

এআরএস

Link copied!