Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় ৩৪ বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৩, ০২:০৬ পিএম


মাটিরাঙ্গায় ৩৪ বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ৩৪টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী এ খাদ্যশস্য বিতরণ করেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো. রুহুল আমিনসহ বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, বৌদ্ধ  ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা  উদযাপন উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র বরাদ্ধকৃত খাগড়াছড়ি জেলা প্রশাসক ত্রাণ তহবিল থেকে প্রতিটি বৌদ্ধ মন্দিরে ৫০০ কেজি করে ৩৪টি বৌদ্ধ মন্দিরে ১৭ মেট্রিক টন খাদ্য খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ, সম্প্রীতি  উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের প্রতিটা কাজেই স্বচ্ছতা রয়েছে। প্রবারণ পূর্ণিমা সুন্দরভাবে উদযাপনের লক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে বরাদ্ধকৃত চাল ৩৪টি বৌদ্ধ মন্দিরে উপহার হিসেবে বিতরণ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।

জসীম/এআরএস

Link copied!