Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চরফ্যাসনে ১৩ জেলেকে ১ বছরের কারাদণ্ড

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৩, ০৫:৫০ পিএম


চরফ্যাসনে ১৩ জেলেকে ১ বছরের কারাদণ্ড

চরফ্যাসন উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সামুদ্রিক ইলিশ মাছ আহরণ করার অপরাধে ১৩ জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ৬ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০ কেজি মাছ জব্দ করা হয়।

 আটককৃত জেলেরা হলেন মো: আলম মাঝি (৫০), জীবন বেপারী (৫০),বাবুল (৪০), তৈয়ব (৩০), মজির উদ্দিন (৩০),মো: ইউসুফ (৪৫),মোসলেউদ্দিন (৩৫),মো: শহিদ (৪৫),আলাউদ্দিন (৩৫),জাহাঙ্গীর (৪৫),মফিজ (৩৫), লোকমান (৩৫),সবুজ (৩০)।

বুধবার (২৫ অক্টোবর)  দুপুর ২টায় ভ্রাম্যমাণ আদালত মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর (১) ধারায় আটককৃত ১৩ জনের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত জাল পোড়ানো হয় এবং মাছগুলো এতিম খানায় বিতরণ করা হয় । সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদ এ তথ্য নিশ্চিত করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায় , সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত খেজুর গাছিয়া এলাকায় মেঘনা নদীতে অবরোধ চলাকালীন ইলিশ আহরণ করায় অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয় , আগামী  ২ নভেম্বর পর্যন্ত অবরোধ চলাকালীন  এই অভিযান পরিচালত হবে।

আরএস 
 

Link copied!