Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেরানীগঞ্জে আলোচিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল চেয়ারম্যান গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৩, ০৮:০৮ পিএম


কেরানীগঞ্জে আলোচিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেম্বার হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রুহিতপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন কামালকে বুধবার (২৫ অক্টোবর) গ্রেফতার করেছে র‍্যাব । 

বহুল আলোচিত কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন সোনাকান্দা গ্রামের নুর মোহাম্মদ (লম্বুর) ছেলে। সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন কামাল ২০০৪ সালে পূর্ব পরিকল্পিতভাবে আনোয়ার কে হত্যা করে। 

নিহতের পরিবার থেকে কেরানীগঞ্জ মডেল থানায় বিএনপির নেতা কামালকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকেই আনোয়ার পলাতক ছিল। ঐ মামলার বিজ্ঞ জেলা দায়রা জজ
আদালত ২০০৭ সালে আনোয়ারকে মৃত্যুদণ্ড প্রদান করেন। 

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ১৯ বছর পর র‍্যাব বুধবার কামালকে আটক করতে সক্ষম হয়। বুধবার রাতে কামালকে কেরানীগঞ্জমডেল থানায় হস্তন্তর করা হয়েছে।

আরএস

Link copied!