Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে ড্রিংকিং ওয়াটার কারাখানা সিলগালা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২৩, ০৮:৫৫ পিএম


ফেনীতে ড্রিংকিং ওয়াটার কারাখানা সিলগালা

ফেনীর দাগনভূঞা উপজেলায় আজিজ ফাজিলপুর এলাকায় বিএসটিআই‍‍`র অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি ও বিতরণের দায়ে জমজম পিউর ড্রিংকিং ওয়াটার কারাখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. শাহানসহ একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট  নিবেদিতা চাকমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমজম পিউর ড্রিংকিং ওয়াটার কারখানায় বিএসটিআই থেকে পণ্যের গুনগত মান যাচাই ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বিক্রি করার সত্যতা পায় বিএসটিআই।

এরপর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন বিধানমালা-২০২২ এর ২৬ ধারা অনুযায়ী কারখানাটি সিলগালা করা হয়।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. শাহান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযানের সময় কারখানার মালিক ও কর্মচারীদের পাওয়া যায় নি। এব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে।

এআরএস

Link copied!