Amar Sangbad
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪,

নলছিটি উপজেলা প্রকৌশলীর ৪৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৩, ০৩:০০ পিএম


নলছিটি উপজেলা প্রকৌশলীর ৪৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ঝালকাঠির নলছিটি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) দায়িত্বরত প্রকৌশলী ইকবাল কবিরের ঘুষ গ্রহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

নিজ কার্যালয়ে (সরকারি দফতর) বসে ঘুষের নগদ অর্থ গ্রহন করছেন এই কর্মকর্তা এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

৪৪ সেকেন্ডের ঐ ভিডিও চিত্রে দেখা গেছে, নিজ দফতরের চেয়ারে বসে থাকা প্রকৌশলী ইকবাল কবিরকে অপর পাশ থেকে কিছু টাকা দিচ্ছে। টাকাটা টেবিলে রাখার কিছুক্ষণের মধ্যে হাতে নিয়ে পকেটে রেখে দেন ইকবাল কবির।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ছড়িয়ে পরলে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর গনমাধ্যম কর্মীরা ইকবাল কবিরকে মুঠো ফোনে কল দিলে তিনি ঘটনার ব্যখ্যা না দিয়ে ক্ষেপে গিয়ে বলেন টাকা নিয়েছি, কিন্তু ওটা কিসের টাকা তার কোনো প্রমান নেই। পরবর্তীতে ইকবাল কবিরের  ইমো এবং হোয়ার্টস অ্যাপে ক্ষুদে বার্তা পাঠালে তিনি নিরব থাকেন।

এআরএস

Link copied!