Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রংপুর মহানগর বিএনপির আহ্বায়কসহ আটক ১৭

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

অক্টোবর ২৯, ২০২৩, ০৬:১১ পিএম


রংপুর মহানগর বিএনপির আহ্বায়কসহ আটক ১৭

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্যসচিব অ্যাডভোকটে মাহফুজ-উন-নবী ডনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকাল  পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রংপুর মেট্রোপলটিন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, সকালে বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী দলীয় কর্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও নাশকতার প্রস্তুতি নিচ্ছেলেন। পুলিশ তাদের সরে যেতে বললে মারমুখী হয়ে ওঠেন। পরে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ চারজনকে আটক করা হয়। এরপর দলীয় কার্যালয়রে ভিতরে তল্লাশি চালিয়ে ইটপাটকেল উদ্ধার করা হয়ছে।

এর আগে শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করা হয়ছে।

এআরএস

Link copied!