Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বেলকুচিতে জামাত-বিএনপির ২৮ নেতাকর্মী আটক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৩, ০৬:৫৭ পিএম


বেলকুচিতে জামাত-বিএনপির ২৮ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে জামাত-বিএনপির ২৮ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (২৮ অক্টোবর) বিকেল থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান।

ওসি আনিছুর রহমান জানান, গতকাল বিকেল থেকে আমরা বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামাত-বিএনপির আটাইশ নেতাকর্মীকে আটক করেছি। তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা সহ একাধিক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরএস

Link copied!