Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

গাংনীতে গ্রামীন ঐতিহ্যবাহি লাঠিখেলা অনুষ্ঠিত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৩, ০৮:৪০ পিএম


গাংনীতে গ্রামীন ঐতিহ্যবাহি লাঠিখেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর স্মরণে  মেহেরপুরে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় লাঠি খেলা। আজ রবিবার (২৯ অক্টোবর)  বিকাল ৩টা থেকে  গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের লাঠিয়াল বাহিনীর আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিলুপ্ত প্রায় গ্রামীন ঐতিহ্যবাহি লাঠিখেলা।  

এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্র লীগ সভাপতি ও সাধারণ রাজশাহী মেডিকেল কলেজ শাখা ডা. এএসএম নাজমুল হক সাগর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন কাজিপুর ৮ নং ওয়াডের ইউপি সদস্য  মোঃ সাইদুল ইসলাম,মটমুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইশতিয়াক আহাম্মদ চঞ্চল, মটমুড়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহারুল ইসলাম, সহ কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী। অনুষ্ঠানে সভাপত্বিত করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাস্টার, অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মোঃ হাফিজুর রহমান ও জুলহাস হোসেন, লাঠি খেলা পরিচালনা করেন ডা.মোঃ সাহিদুল ইসলাম।  এ

কে একে অংশ নেয় বিভিন্ন  এলাকা থেকে আসা লাঠিয়াল বাহিনীর সদস্যরা। ঢোলের তালে তালে লাঠি হাতে নিয়ে একের পর এক শারীরিক নানা অঙ্গভঙ্গি করে খেলা দেখাচ্ছেন খেলোয়াররা। বাধ্য যন্ত্রের তালে তালে চলছে ধাওয়া পাল্টা ধাওয়ার খেলা। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা লাঠি খেলা দেখতে ভিড় জমিয়েছে নারী পুরুষ সহ নানা বয়সী মানুষ।  মেহেরপুর জেলার ৩ টি লাঠিয়াল দল খেলায় অংশ নেয় এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। 

আরএস

Link copied!