Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বেনাপোলে সোনার বার ও হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৩, ১২:৪৪ পিএম


বেনাপোলে সোনার বার ও হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে সোনারবার ও হুন্ডির টাকাসহ ইয়ামিন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার সন্ধ্যায় সময় স্বর্ণের বার ও বাংলাদেশী নগদ ১২ লাখ ৫৫ হাজার টাকা এবং মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক আসামি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মাদক সম্রাট সোনা চোরাচালানি বাদশা মিয়ার ছেলে।

বিজিবির জানান, সোমবার বিকেল ৪টায় আমড়াখালি চেকপোষ্টের বিজিবি সদস্য কর্তৃক নিয়মিত গাড়ি তল্লাশীর অংশ হিসেবে একজন মোটরসাইকেল আরোহী ইয়ামীনকে তল্লাশি করে। এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে, বিজিবি সদস্য কর্তৃক তাকে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে।

পরবর্তীতে তল্লাশীর এক পর্যায়ে তার মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার, ২টি মোবাইল এবং বাংলাদেশী ১২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ২টির সর্বমোট ওজন ০.২৩৪ গ্রাম এবং যার বর্তমান মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা।

আসামিসহ আটককৃত স্বর্ণ, বাংলাদেশী নগদ টাকা ও মোটরসাইকেল মামলা দায়েরের মাধ্যমে আসামিকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ও বাংলাদেশী নগদ টাকা ট্রেজারীতে জমা করা হয়।

এইচআর
 

Link copied!