Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

কেরানীগঞ্জে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৩, ০৩:৩৬ পিএম


কেরানীগঞ্জে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন ঢাকার কেরানীগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কেরানীগঞ্জ উপজেলার কদমতলি, হাসনাবাদ, কোনাখোলা, খোলামোড়া, রোহিতপুর, হযরতপুর, আব্দুল্লাহপুর মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে এলাকা ঘুরে দেখা যায়, জীবিকার তাগিদে সকাল থেকেই ছুটছে লোকজন। তবে যানবাহন চলছে অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে কম। দূরপাল্লার ছেড়ে আসা যাত্রীবাহী কিছু বাসও দেখা যায়। ছোট যানবাহনগুলো চলছে স্বাভাবিকভাবে।

তবে অতীত অবরোধের অভিজ্ঞতায় কিছুটা আতঙ্ক কাজ করছে জনসাধারণের মধ্যে। তারা বলছেন, ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা তো এখনো মনে আছে। তাই কিছুটা আতঙ্ক কাজ করছে।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন হাশেম রেজা। তিনি বলেন, অবরোধে তো সবকিছুই স্বাভাবিক। জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে। তবে অতীতে দেখেছি অবরোধে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা। তাই কিছুটা আতঙ্কে আছি।

রাসেল খান নামে একজন ব্যাংক কর্মকর্তা বলেন, দেখে তো মনে হচ্ছে না কোনো রাজনৈতিক দলের কর্মসূচি চলছে। সবকিছুই তো স্বাভাবিক। জীবনযাত্রা স্বাভাবিক থাকলেই ভালো। তবে দূরপাল্লার বাসে যাত্রী কিছুটি কম।

এদিকে, সকাল থেকে কেরানীগঞ্জে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও ঢাকা-মাওয়া মহাসড়কে সতর্ক অবস্থায় রয়েছে উপজেলা প্রশাসন। প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাবের অবস্থান দেখা মিলেছে। উপজেলা সমূহে টহল দিতে দেখা গেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আইয়ূবীসহ উপজেলার  বিভিন্ন এলাকায় টহল দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, বিএনপি-জামায়াতের অবরোধে উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রট সহ পুলিশের পৃথক টিম মাঠে রয়েছে।

এআরএস

Link copied!