Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৩, ০৪:৩৩ পিএম


কুড়িগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

অবরোধের নামে বিএনপি জামায়াত অপশক্তির সন্ত্রাসী কার্যক্রম, পুলিশ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে  মিলিত হয়।

কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক এমপি) আলহাজ্ব  মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অবরোধের নামে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস করে বিএনপি-জামায়াত তাদের হিংস্র মনোবৃত্তির পূণ:প্রকাশ ঘটিয়েছে। স্বাধীনতা বিরোধীদের মাঠে নিয়ে আবার তারা হত্যা খেলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা শুরু করেছে। সাধারণ জনগণ তাদের এই কর্মকাণ্ড কখনো সমর্থন করে না।

এআরএস

Link copied!