Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কোম্পানীগঞ্জে জামায়াত-বিএনপির ৯২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৩, ০৯:৫৫ পিএম


কোম্পানীগঞ্জে জামায়াত-বিএনপির ৯২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন ও পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনসহ বিএনপি-জামায়াতের ৯২জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কোম্পানীগঞ্জ থানার এসআই এম আশরাফুল ইসলাম বাদী হয়ে ১২জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৭০-৮০জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলায় সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় পত্রিকা নোয়াখালী কন্ঠের প্রধান সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ৬জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালী কন্ঠের প্রধান সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফতাব আহমেদ বাচ্চু (৫২), বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরনবী সবুজ (৪৮), আবদুল হাই (৪৬), যুবদল নেতা নুরুল ইসলাম (৩০), বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি কর্মী শ্যামল দাস (৩৯), চরহাজারী ইউনিয়ন বিএনপির সদস্য আবু তাহের (৫৫)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআরএস

Link copied!