Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানা ছুটি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৩, ০৫:০৮ পিএম


আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানা ছুটি

সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন ধরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে বেশিরভাগ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে এলাকার সার্বিক পরিস্থিতি এখন শান্ত।

বুধবার (১ নভেম্বর) দুপুরে আশুলিয়ার জামগড়া, ছয়তলা, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকা ঘুরে বিভিন্ন কারখানার সামনে সাধারণ ছুটির নোটিশ দেখা যায়।

অন্যদিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকা ঘুরে মজুরি বৃদ্ধির দাবিতে কোনো শ্রমিককে জড়ো হতে দেখা যায়নি৷ তবে সরব ভুমিকা পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মোটরসাইকেল শোডাউনসহ লাঠি হাতে মিছিল করতে দেখা যায়।

খোজ নিয়ে জানা যায়, আশুলিয়ার শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন কারখানা মঙ্গলবারই (৩১ অক্টোবর) ছুটির নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সব প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে সাঁজোয়া যান, জলকামানসহ পুলিশের উপস্থিতি দেখা যায় ।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আমার সংবাদকে বলেন, আজকের পরিস্থিতি ভালো আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সড়কের পাশের কয়কটি বড় কারখানা সাধারণ ছুটি ঘোষনা করেছে। তবে ভিতরের দিকে সব কারখানা চালু আছে। সেই সাথে সড়কের পাশেও কিছু কারখানা চলছে।

এইচআর

Link copied!