Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

রায়পুরে চড়া দামে পণ্য বিক্রির অপরাধে জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৩, ০৬:৫২ পিএম


রায়পুরে চড়া দামে পণ্য বিক্রির অপরাধে জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ এক মামলায় ব্যবসায়ীর দশ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন চারটি মামলায় ৫৫ হাজার টাকাসহ পাঁচটি মামলায় মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করেন।

কৃষি বিপণন আইন/২০১৮ এর ধারা লঙ্ঘের অভিযোগে মেসার্স জনতা ট্রের্ডাসকে ১০ হাজার, মেসার্স খান ট্রের্ডাসকে ২০ হাজার, মেসার্স এয়ার মোহাম্মদ ট্রেডার্সকে ১০ হাজার, আল আমিন রাইচ এজেন্সীকে ৫ হাজার ও বিসমিল্লাহ হোটেলকে ২০ হাজার অর্থদণ্ড প্রদান করেন।

এসময় জেলা মার্কেটিং অফিসার মো. মনিরুল ইসলাম এবং রায়পুর থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ বলেন, বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে মূলত আমাদের সতর্কতামূলক অভিযান করা হচ্ছে। যদি কোনো ব্যবসায়ী পণ্যের দাম অবৈধভাবে বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

Link copied!