Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাউফলে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৩, ০৬:৫৬ পিএম


বাউফলে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ

পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।  বুধবার (১ নভেম্বর) দুপুরে বাউফল-বরিশাল মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার ও গাছের গুড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করে। ওই সময়ে মহাসড়কটিতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভাগীয় জেলা শহরসহ দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটের সকল যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, পুলিশ যাওয়ার আগেই বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তারা ফটোসেশন করার জন্য স্বল্প সময়ের মধ্যে এ ঘটনা ঘটিয়ে চলে যায় বলে জানান তিনি।

এআরএস 

Link copied!