Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কেরানীগঞ্জ বিএনপির অবরোধে বিক্ষোভ মিছিল

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৩, ০৩:৫৭ পিএম


কেরানীগঞ্জ বিএনপির অবরোধে বিক্ষোভ মিছিল

বিএনপি-জামাতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয়দিনে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৬ টার দিকে জিনজিরা-জনী টাওয়ারের সামনে এ বিক্ষোভ মিছিল করে। এতে নেতৃত্ব দেন-ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

এ সময় কেরানীগঞ্জ দক্ষিণ, মডেল থানা বিএনপি ও জেলা অঙ্গসংগঠনের ব্যানারে করা মিছিল থেকে অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অবরোধকারীদের।

এদিকে ঢাকা-মাওয়া মহাসড়ক দু-একটা মালবাহী ট্রাক ছাড়া দূরপাল্লার কোন যাত্রীবাহী বাস ঢাকা-ফরিদপুর ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়নি তবে কেরানীগঞ্জের সবকিছুই রয়েছে মোটামুটি স্বাভাবিক।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুণ রায় চৌধুরী জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অবরোধ চলছে। পুলিশ নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। যার কারণে ভোরে খন্ড খন্ড মিছিল বের করে বিভিন্ন যায়গায় অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

এইচআর

Link copied!