Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

দেবহাটায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৩, ১২:৫৫ পিএম


দেবহাটায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে নাশকতা, ওয়ারেন্টভূক্ত, চুরি মামলায় মোট ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযানে দেবহাটা থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

দেবহাটা থানার এসআই গোলাম আজম, শোভন দাশ, সেলিম রেজা, এএসআই জাহিদুর রহমান পৃথক পৃথক অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেপ্তার করে।

আটককৃত আসামিরা হলেন নাশকতা মামলায় তিলকুড়া গ্রামের ডা. মিজানুর রহমান, কোমরপুর গ্রামের জাবিরুল ইসলাম, দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সামাদ, বসন্তপুর গ্রামের ইদ্রিস আলী।

এনজিআর মামলায় জগন্নাথপুর এলাকার শামছুর রহমানের ছেলে কামরুজ্জামান লেলিন ও রফিকুল ইসলাম ভেলু, আব্দুল গফ্ফারের ছেলে ইয়াসিন আলী, দেওয়ান আলীর ছেলে রওশন।  

নারী শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি টাউনশ্রীপুরের রফিকুল ইসলামের ছেলে আশরাফুল কবীর।

চুরি মামলায় দক্ষিণ পারুলিয়া এলাকার আলফার উদ্দীনের ছেলে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উক্ত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, দেবহাটার আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
এআরএস

Link copied!