Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

পাবনা স্টেডিয়ামের পাশের পুকুরে পড়েছিল ঠিকাদারের লাশ

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৩, ০২:৫৭ পিএম


পাবনা স্টেডিয়ামের পাশের পুকুরে পড়েছিল ঠিকাদারের লাশ

পাবনা শহরের স্টেডিয়ামের পাশের পুকুরে থেকে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, রিয়াজুল হক রিঙ্গুন পুকুরে হুইল দিয়ে মাছ ধরতে যায়। তবে তিনি বাসায় না ফেরায় পরিবার লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। এ ঘটনায় আজ শুক্রবার ভোরে নামাজ পরতে যাওয়া কিছু মানুষ উক্ত পুকুরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করেন। নিহত ব্যক্তি শহরের কৃপুর চেয়ারম্যান গোলির মৃত আব্দুল হাকিমের ছেলে রিয়াজুল হাকিম রিঙ্গুন (৪৫)।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান,  এটি কোন হত্যা না অন্য ঘটনা না। তিনি আগ থেকে হৃদরোগে আক্রান্ত ছিলো। হঠাৎ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি পুকুরে পড়ে মারা গেছেন বলে ধারণা করছি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিঙ্গুনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে এই রিঙ্গুন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের চাচাতো ভাই ও পেশায় তিনি ঠিকাদার ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ও তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। তবে তার মৃত্যু নিয়ে এলাকারবাসীর মাঝে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ ঘটনায় সঠিক তদন্ত করার দাবি জানিয়েছে।

এআরএস

Link copied!