Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে বিদেশি সিগারেটসহ ২ কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৩, ০৫:২৫ পিএম


খাগড়াছড়িতে বিদেশি সিগারেটসহ ২ কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা ১৫০ কার্টন বিদেশী সিগারেট উদ্ধারসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

বৃহস্পতিবার রাত ১১টার দিকে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) মো. আওলাদ হোসেন সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহসহ চেকপোস্ট স্থাপন করে আসামি সাইফুল ইসলাম (২২), মো. ফজর আলী (৩০)কে ১৫০কার্টন বিদেশী সিগারেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-সাইফুল ইসলাম (২২) চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার গারাংগিয়া এলাকার বাসিন্দা হাফেজ আহামদ এর ছেলে। মো. ফজর আলী (৩০) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি বসুমিয়া পাড়া এলাকার বাসান্দা আব্দুর রহিম এর ছেলে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

এইচআর
 

Link copied!