Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যথাযোগ্য মর্যাদায় সারা দেশে জেল হত্যা দিবস পালিত

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩, ২০২৩, ০৯:০৭ পিএম


যথাযোগ্য মর্যাদায় সারা দেশে জেল হত্যা দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার (৩ নভেম্বর) সারা দেশে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা আ.লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুড়িগ্রাম : দিবসটি উপলক্ষে শহরের শাপলা চত্বরে আ.লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, নিরবতা পালন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক এমপি) মো. জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. আব্রাহাম লিংকন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মোস্তাফিজার রহমান সাজু, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, জেলা আ.লীগের সদস্য ফাল্গুনী তরফদারসহ আ.লীগের অঙ্গসংগঠনের নেতারা।

কিশোরগঞ্জ: সকালে শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আ.লীগ, সদর উপজেলা আ.লীগ, কৃষকলীগ, মহিলা আ.লীগ, যুব মহিলা লীগ, কিশোরগঞ্জ পৌরসভা, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম এ আফজল, জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আ.লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আছমা, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, কিশোরগঞ্জ পৌরমেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুখি সমৃদ্ধ দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার হত্যাকারীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে মামলার রায় কার্যকরের দাবি জানান।

বরিশাল : নগরীর সোহেল চত্বরস্থ আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ৪ নেতার অস্থায়ী প্রতিকৃতিতে সিটি মেয়র ও মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় কাউন্সিলরা ও মহানগর সভাপতি অ্যাড.কে এম জাহাঙ্গীর হোসেন এবং মহানগর আ.লীগ নেতারা উপস্থিত ছিলেন। পরে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুচসহ আ.লীগের অন্য নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেল দলীয় কার্যালয়ে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আগৈলঝাড়া (বরিশাল) : দিবসটি পালন উপলক্ষে উপজেলা আ.লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন আ.লীগের সিনিয়র নেতারা। পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে র্যালি উপজেলার প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়।  দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ.লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

আলোচনা সভায় বরিশাল জেলা আ.লীগ লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আ.লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ সর্বস্তরের নেতাকর্মী এবং ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী (জামালপুর) : উপজেলা আ.লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন-স্থানীয় এমপি ডাক্তার মুরাদ হাসানের পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ও সরিষাবাড়ী উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। পরে উপজেলা আ.লীগ কার্যালয়ে জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আ.লীগের সহ সভাপতি আনিছুর রহমান এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বক্তব্য রাখেন।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : নাচোল উপজেলা ও পৌর আ.লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে  জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও মহিলা আ.লীগের সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক ছাত্র নেতা শামীম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু উপজেলা পেশাজীবীর সাধারণ সম্পাদক মোস্তফা ফিজুর রহমান বুলেট।

লংগদু (রাঙামাটি) : উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা আ.লীগের সভাপতি মো. সেলিম। যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন, লংগদু উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল আলী, গুলশাখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় রাঙামাটি জেলা আ.লীগের সদস্য ফয়েজুল আজীম, লংগদু উপজেলা আ.লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি হোসেন আলীসহ আ.লীগ, যুবলীগ, মহিলা আ.লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরির সম্মুখে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও এক শোক র্যালি বের করা হয়।

হোসেনপুর (কিশোরগঞ্জ): দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা  আ.লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। হোসেনপুর পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং উপজেলা আ.লীগ,  কৃষকলীগ, উপজেলা যুবলীগ, বাংলাদেশ আ. তরুণ লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এম এ হালিম, যুবলীগ নেতা হাকিম তানিমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন।

নকলা (শেরপুর): উপজেলা আ.লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করাসহ জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। কর্মসূচির প্রথম ধাপের অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায়, দেশরত্ম শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকারের সকল নীতিনির্ধারকরা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়। উপজেলা আ.লীগের সভাপতি আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগ ও অন্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : উপজেলা আ.লীগের আয়োজনে আ.লীগ কার্যালয়ে উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আ.লীগের অন্যতম সদস্য সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লাভলু, শিমুলবাড়ি   আ.লীগের সভাপতি এজাহার আলী,  উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালসহ আরো অনেকে।

ফুলছড়ি (গাইবান্ধা) : ফুলছড়ি উপজেলা আ.লীগের কার্যালয় গাবগাছি হাউজে দিবসটি উপলক্ষে  আলোচনা সভা দোয়া অনুষ্ঠান আয়োজন করে। উপজেলা আ.লীগের সভাপতি জি এম সেলিম পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আ.লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, শহিদুল ইসলাম, রেজাউল করিম, উদাখালি ইউনিয়ন আ.লীগের সভাপতি আফতার আলি। উরিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মজনুর রশিদ। বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগের ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সন্দ্বীপ (চট্টগ্রাম) : উপজেলা আ.লীগের কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি আলাউদ্দীন বেদনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহফুজুর রহমান মিতা এমপি। সন্দ্বীপ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশনের সঞ্চালনা এতে বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বেলাল উদ্দিন, গাছুয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারবেজ, সারিকাইত ইউনিয়ন আ.লীগের সভাপতি আশ্রাফ উল্ল্যাহ আসিফ মেম্বারসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইল উপজেলা সদর নতুন বাজার এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নান্দাইল পৌর আ.লীগের সভাপতি ও পৌরমেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া। আ.লীগ নেতা মাহমুদুর রহমান মান্নার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর কমিশনার শাহিনুর রহমান শাহিন, পৌর কমিশনার মানিক, আ.লীগ নেতা দেলোয়ার হোসেন বাবুল, হারুন অর রশিদ মিন্টু, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ। এসময় পৌর আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাওলানা মোশারফ হোসেনের পরিচালনায় দেশ ও জনগণের কল্যাণসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।  

নাগরপুর (টাঙ্গাইল) : সকালে জাতীয় চার নেতার স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং আ.লীগ দলীয় কার্যালয়ে সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগ সাবেক সহ-সভাপতি ও সদস্য উপজেলা আ.লীগ কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আ.লীগ সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মতিসহ উপজেলা আ.লীগ অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

এইচআর

Link copied!