Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

নানা আয়োজনে কক্সবাজারে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৩, ০৭:৩৫ পিএম


নানা আয়োজনে কক্সবাজারে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‍‍` এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সদর মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে কক্সবাজার সদর মডেল থানার প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ দিবসটি উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

এরপর এক বর্ণাঢ্য র‌্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা কম্পাউন্ডে এসে মিলিত হয়।

পরে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান এর সভাপতিত্বে  ওসি অপারেশন মো. শাকিল এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বক্তারা বলেন, পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরীতে বাল্য বিবাহ, মোবাইলের অপব্যাবহার, সামাজিক মূল্যবোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বক্তব্য রাখেন।

এ সভায় মিজানুর রহমানকে সভাপতি ও ওয়াহিদ মুরাদ সুমনকে সাধারণ সম্পাদক করে পৌর কমিউনিটি পুলিশিংয়ের কমিটি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মুজিবুর রহমান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডভোকেট রেজাউল রহমান রেজা, সাধারণ সম্পাদক  মো. রিয়াদ, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, সুধিজনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!