Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৩, ০৪:৫০ পিএম


কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি

চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ ভগ্নিকাণ্ডে ৫টি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার শুয়ারুল বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে শাহ আলমের মুদি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান দ্রুত চারদিকে ছড়িয়ে পরে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন। ততক্ষণে তিনটি মুদি, একটি চা স্টল ও একটি সেলুন দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুয়ারুল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন করেন ভারপ্রাপ্ত ইউএনও ইবনে আল জায়েদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দিয়ে খাদ্যসামগ্রী ও কম্বল প্রদান করেন এবং দোকানের জন্য টিন ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এআরএস

Link copied!