ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৩, ০৪:৫৮ পিএম
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৩, ০৪:৫৮ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুর ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিয়ালকোল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকোল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তারা অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
আটককৃতরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পূর্ব ভূঞাপুরের আব্দুল মজিদ সরকারের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৭) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান রনি (২৭), ঘাটান্দি গ্রামের মোঃ আনন্দ বেপারীর ছেলে মোঃ রফিক বেপারী (৩৬), বীরহাটি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (৩৫) ও নলিনের মৃত বাচ্চু খানের ছেলে মোঃ খলিলুর রহমান খান (৩৮)।
এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় শিয়ালকোর এলাকা থেকে অস্ত্র সহ ৫ ডাকাতকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এআরএস