Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধামরাইয়ে বিএনপির মশাল মিছিল

ধামরাই প্রতিনিধি

ধামরাই প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৩, ১১:৫৪ এএম


ধামরাইয়ে বিএনপির মশাল মিছিল

বিএনপি ঘোষিত অবরোধ সফল করার লক্ষ্যে রোববার রাতে পৌর এলাকার আইনঙ্গন আঞ্চলিক সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে ধামরাই থানা বিএনপি ও সহযোগী সংগঠন।

এসময় থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও থানা বিএনপির সহ সভাপতি ফরহাদ হোসেনের নের্তৃত্বে প্রায় দুইশতাধিক নেতাকর্মী  মশাল মিছিলে অংশ নেয়।

পরে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে সরকার বিরোধী শ্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার ফলে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মশাল মিছিল ও টায়ারে আগুন দেওয়ার ফলে পৌর এলাকা জুড়ে উত্তজনা ছড়িয়ে পড়ে। বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম জানায়, সরকার পতনের আন্দোলন সফল করার লক্ষ্যে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করার লক্ষ্যে ধামরাই থানা বিএনপি সর্বদা সক্রিয় রয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।

এইচআর

Link copied!