Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মির্জাগঞ্জে বিদ্যুৎস্পর্শে জেলের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৩, ০৪:১০ পিএম


মির্জাগঞ্জে বিদ্যুৎস্পর্শে জেলের মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শহিদুল ইসলাম আকন (৩৩) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শহিদুল ইসলাম আকন ওই গ্রামের হাশেম আকনের ছেলে এবং তিন সন্তানের জনক ও পেশায় জেলে ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম সকালে একই বাড়ীর হারুন আকনের পুকুরে মাছ ধরার জন্য পানির পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হয়ে অচেতন হয়ে পড়েন।

এ সময় প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য খাদিজা বেগম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এইচআর

Link copied!