Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঝিনাইদহে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৩, ০৫:৩৭ পিএম


ঝিনাইদহে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

ঝিনাইদহে গয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে।

সোমাবার (৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর উপজেলার দিঘীরপাড় গ্রামের শরিফুল ইসলামের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল- আহসান সোমাবার দুপুরে পুলিশ সুপারের এর কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিং এ তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমাবার সকালে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই আবু সায়েম, এএসআই জাহিদ হাসানসহ একদল ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় আভিযানিক দলটি একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ আসামি ইজাহারকে গ্রেপ্তার করে। ইজাহার মাগুরা জেলার খিলগাতি বাজার এলাকার মৃত আ. লতিফ মোল্লার ছেলে।

প্রেস ব্রিফিং আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মীর আবিদুর রহমান, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম প্রমুখ।

এআরএস


 

Link copied!