Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৭, ২০২৩, ১২:৪৬ পিএম


হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী থানাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি ফটিকছড়িমুখী এবং বাসটি চট্টগ্রামগামী ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাস এবং অটোরিকশার বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনাস্থলে নারী-পুরুষসহ ৭ জন নিহত হন।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। বাসটিরও সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, ‘দুর্ঘটনাস্থলে এসেছি। রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মেডিকেলে পাঠাচ্ছি।’

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘এখনো পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’ 

এইচআর/আরএস

Link copied!