Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে ভারতীয় মোবাইলসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৩, ০৩:৫০ পিএম


খাগড়াছড়িতে ভারতীয় মোবাইলসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন মডেল এর এন্ড্রোয়েড মোবাইল ফোনসহ তিন  চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।    

সোমবার (৬ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন খাগড়াছড়ি—চট্টগ্রাম মহাসড়কে শান্তি কাউন্টারের সামনে ভারতে ব্যবহৃত পুরাতন মোবাইল সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশে এনে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের ব্যাগ তল্লাসী চালিয়ে ৬০টি ভারতীয় বিভিন্ন মডেল এর এন্ড্রোয়েড মোবাইল ফোনসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আব্দুর রহিম (৩২), চট্রগ্রাম জেলার বাঁশখালি উপজেলার পশ্চিম চাম্বল এলাকার বাসিন্দা কবির আহাম্মদ ছেলে। ইমাম হোসেন (২৭) ও মো. বেলাল হোসেন (২৯), উভয় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের দক্ষিন শান্তিপুর এলাকার বাসিন্দা আব্দুর রশিদ এর ছেলে।  

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো.জাকারিয়া জানান আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু ও আদালতে সোর্পদ করা হয়েছে।

এইচআর

Link copied!