লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৩, ০৪:১৪ পিএম
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৩, ০৪:১৪ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গল পদুয়া হোসেন সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবু সৈয়দ (২৬) একই এলাকার নুরুল হকের ছেলে। সে শারিরীক প্রতিবন্ধী ও ব্যক্তিগত জীবনে এক ছেলে সন্তানের জনক। আহতেরা হলেন, উত্তর পদুয়া বদলা পাড়া এলাকার কালু মিয়ার ছেলে মো. মিরু (৩৪) এবং সাতকানিয়ার ছদাহা খোঁদ্দ কেওচিয়া এলাকার নজু মিয়ার ছেলে আবদুল মাবুদ (৪৪)।
স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে ওই এলাকার আরিফ নামক এক ব্যক্তির সেমিপাকা বাড়ির নির্মাণ কাজ করছিলেন শ্রমিকেরা। এসময় রড উঁচু করতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিন শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ছৈয়দকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। অন্য দুইজন চিকিৎসাধীন রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সম্মতিতে বিনাময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
এঅরাএস