Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিমের ইন্তেকাল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৩, ০৮:৪৬ পিএম


সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিমের ইন্তেকাল

জামালপুরের সরিষাবাড়ীতে সবচেয়ে প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. আব্দুর রহিম আর নেই।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেল ৪ টা ৫ মিনিটে পৌরসভার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আব্দুর রহিম মৃত্যুকালে স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছরের বেশি।

আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র মনির উদ্দিন।

আরও শোক জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সংবাদপত্র এজেন্ট এম এ ওয়াহাব, সাংবাদিক মোস্তাক আহমেদ মনির প্রমুখ।
আব্দুর রহিমের ছেলে রাজু আহাম্মেদ বলেন, আমার বাবা পাকিস্তান আমল থেকে সংবাদপত্রের সাথে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ নানা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে হঠাৎ অবস্থার অবনতি হলে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।  বুধবার সকাল ১০ টায় পৌরসভার সাতপোয়া গ্রামের নিজ বাড়ীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

এআরএস

Link copied!