Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাউফলে বহুতল ভবন থেকে পড়ে রং মিস্ত্রীর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৩, ০৯:৪৩ পিএম


বাউফলে  বহুতল ভবন থেকে পড়ে রং মিস্ত্রীর মৃত্যু

পটুয়াখালী বাউফলে একটি  নির্মাণাধীন তিনতলা ভবনের  ছাদ থেকে পড়ে রবিউল খান (১৮) নামে এক  রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর ) দুপুর সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের শাহি মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে । মৃত রবিউল পৌর শহরের ৫ নং ওয়ার্ডের  রফিজ খানের ছেলে।  

জানা যায়, রবিউল ওই নির্মাধীন ভবনে রংয়ের কাজ করতো। ওই সময় তিনি ভবনের রংয়ের কাজ করার সময় ভবনের উত্তর পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের সঙ্গে অসাবধানতা বসত রংয়ের রোলার লেগে স্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিচুল হক বলেন, ‘এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এআরএস

Link copied!