Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৮

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৩, ১২:১৫ পিএম


গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৮

গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদ্যুল আলম বাবুলসহ বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী খান জানান, আজ ভোরে বোর্ডঘর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী সাইদুল আলম বাবুলসহ বিএনপির ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত রাতে আরো দু’জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। তাদের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান।

এদিকে আজ সকালেও পেশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।

এইচআর

Link copied!