Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৩, ০৩:১৫ পিএম


লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নড়াইলের লোহাগড়া-লক্ষীপাশা-মহাজন সড়কের রাজুপুর এলাকায় ট্রাকের ধাক্কায় জনি আহম্মেদ শেখ (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত জনি আহম্মেদ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের  মিজানুর রহমান শেখের ছেলে।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিহত জনি আহম্মেদ মোটরসাইকেল যোগে লোহাগড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-৭৭১৪) তাকে ধাক্কা দেয়।

এসময় সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন জনি আহম্মেদ কে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

এইচআর

Link copied!