Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৩, ০৩:২৩ পিএম


স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ঠাকুরগাঁও‌য়ের রাণীশং‌কৈলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছে স্বামী। পরে ওই স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পু‌লিশ জানায়, বুধবার ভোরে রা‌বেয়া ও তার স্বামী নাজমু‌লের ম‌ধ্যে পা‌রিবা‌রিক বিষয় নি‌য়ে ঝগড়া হয়। এক পর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে ধারালো অস্ত্র দি‌য়ে রাবেয়ার বু‌কে আঘাত ক‌রে। প‌রে আহত হ‌য়ে মা‌টি‌তে লু‌টি‌য়ে পড়‌ে।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশং‌কৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, রাবেয়ার স্বামী নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

এইচআর
 

Link copied!