Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খয়রাবাদ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৩, ০৫:৫০ পিএম


খয়রাবাদ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

ঝালকাঠির নলছিটিতে কয়া টু কাটাখালী খয়রাবাদ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায়  প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো.শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.শহীদুল ইসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নলছিটি  উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর জানান, খয়রাবাদ নদীর উপর ১২৩ কোটি ৯ লক্ষ ৭১হাজার ৮২টাকা ব্যায়ে ৭৩০ মিটার এই  সেতু নির্মাণ করা হবে। সেতুটি   নির্মিত হলে দীর্ঘদিনের যোগাযোগে ভোগান্তি কমবে। বাকেরগঞ্জ উপজেলার সঙ্গে নলছিটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে উঠবে।

এইচআর

Link copied!