Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আশুলিয়ায় ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৩, ০১:০৯ পিএম


আশুলিয়ায় ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়।

বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আশুলিয়ার কুরগাঁও আমতলা এলাকার মুনসুর আলীর মেয়ে সোনিয়া আক্তার (২৩) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মামুনবাগ এলাকার মৃত লোকমান হেকিমের মেয়ে অজুফা খাতুন (৩৫)। অজুফা রাজধানীর তুরাগ থানাধীন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।  

পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বিশমাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রি করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সোনিয়া আক্তারের হেফাজত থেকে ১৫০ পিস ও অজুফা খাতুনের হেফাজত থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান আমার সংবাদকে বলেন, আটককৃত দুই নারী মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এইচআর

Link copied!