Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় কুকুরের কামড়ে ব্যবসায়ীসহ আহত ১৪

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৩, ০৫:২৩ পিএম


মাটিরাঙ্গায় কুকুরের কামড়ে ব্যবসায়ীসহ আহত ১৪

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর এলাকায় কুকুরের কামড়ে ব্যবসায়ীসহ ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) মাটিরাঙ্গা বাজার ও আশেপাশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।


আহতদের মধ্যে ১২ জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আর গুরুতর আহত দুজন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হঠাৎ করে একটি কুকুর রাস্তায় বের হওয়া মানুষকে কামড়াতে শুরু করে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন।


আহতরা হলেন- মাটিরাঙ্গা পৌরসভার ডাক্তারপাড়ার আবদুস ছোবহান, ভুইয়াপাড়ার মো. ওমর ফারুক, নতুন পাড়ার নান্নু ত্রিপুরা, হাসপাতালপাড়ার রাখাল চন্দ্র দে, মংতু চৌধুরী পাড়ার ইকবাল, রসুলপুরের আবুল কাশেম, ইসলামনগরের রমজান আলী, নবীনগরের আবুল কালাম আজাদ, চরপাড়ার জগদীশ চন্দ্র পাল, মমতা রানী, বলিটিলার হাবিল মিয়া ও মানিকছড়ির রাদাম মারমা। বাকি দুজনের নাম জানা যায়নি।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত বলেন, কুকুরের কামড়ে ১৪ জন আহত হওয়ার কথা শুনেছি। তবে কুকুরের কামড়ে আহত ১২ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এইচআর

Link copied!