Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মানব অক্ষরে ‘বয়কট’ বিএনপি লিখে প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৩, ০৭:৫২ পিএম


মানব অক্ষরে ‘বয়কট’ বিএনপি লিখে প্রতিবাদ

পটুয়াখালীতে মানব অক্ষরে ‘বয়কট’ বিএনপি লিখে প্রতিবাদ করেছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে শহরের ঝাউতলা এলাকার নব নির্মিত শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জুনায়েদ হাসিবের উদ্যোগে এ প্রতিবাদ জানানো হয়।

পরে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে অরাজকতা, সন্ত্রাস, পুলিশ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডস্ত পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার জুনায়েদ হাসিব বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। আর এই উন্নয়নকে বাধা দিতে বিএনপি-জামায়াত জোট হয়ে অবৈধ হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে সাধারন মানুষের জানমালের অপূরনীয় ক্ষতিসাধন করে চলছে। সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের এই অরাজকতায় কোনোভাবেই ভীত নেই। তারা অবরোধ ও হরতাল বয়কট করে দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।

এআরএস

Link copied!