Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসায় পূর্ণমিলনী

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৩, ০৭:৫৭ পিএম


জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসায় পূর্ণমিলনী

কুষ্টিয়ার খোকসায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা জাসদের উদ্যোগে পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) বিকালে সাড়ে চারটার দিকে খোকসা বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে খোকসা উপজেলা জাসদের সভাপতি  মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ স্থায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। প্রধান বক্তা জাসদ নেতা কুষ্টিয়া মফিজুল ইসলাম, সদস্য নারী জোট কেন্দ্রীয় কমিটি সৈয়দ সাইমুন মালা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক ও খোকসা উপজেলার ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খোকন, সাধারণ সম্পাদক  কুমারখালী উপজেলা জাসদ অ্যাডভোকেট জয়দেব  বিশ্বাস, কুষ্টিয়ার জাসদ যুব নেতা মাহাবুব হাসান, সাধারণ সম্পাদক খোকসা উপজেলা জাসদ সাইফুজ্জামান রুবেল, খোকসা উপজেলা শাখার সভাপতি জাতীয় যুব জোট বদিউজ্জামাল বদর  প্রমুখ।

এআরএস

Link copied!