গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৩, ০৩:০৩ পিএম
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৩, ০৩:০৩ পিএম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকা থেকে দেশীয় পিস্তল ও বিপুল পরিমাণ গাঁজাসহ বৃহস্পতিবার সন্ধ্যায় একজন আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পাগলা থানা পুলিশ।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী উপজেলার নিগুয়ারি ইউনিয়নের তললী গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহেদি হাসান রকিব(৩২)।
পুলিশ জানায়, আন্তঃজেলা মাদক কারবারি মেহেদী হাসান রাকিব গোপনে দীর্ঘদিন যাবত গফরগাঁও, কাপাসিয়া, শ্রীপুর ও ভালুকা উপজেলায় গাঁজাসহ অন্যান্য মাদক সরবরাহ করত। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তললী গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, ২২ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোর্শেদ আলম বাদি হয়ে পাগলা থানায় মামলা দায়ের করে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, গ্রেপ্তার রকিবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু`টি মামলা হয়েছে।
এআরএস