Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শীতকালীন সবজি চাষে ব্যস্ত চাষিরা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৩, ০৩:৩৬ পিএম


শীতকালীন সবজি চাষে ব্যস্ত চাষিরা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শীতকালীন আগাম সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা । সবজি চাষ করে লাভবান হচ্ছে স্থানীয় কৃষক। এখানকার উৎপাদিত সবজি বিষমুক্ত হওয়ায় বাজারে চাহিদা থাকায় ভালো দাম পেয়ে খুশি চাষিরা। তবে সরকারি সহযোগিতা  পেলে আগামীতে সবজির উৎপাদন আরও বৃদ্ধি পাবে এ অঞ্চলে।

ক্রেতারা বলছেন, শীতকালীন যেসব সবজি বাজারে উঠছে সবকিছুরই দাম একটু বেশি। তবে শীত পুরোপুরি শুরু হলে সবজির সরবরাহ বাড়বে, পাশাপাশি সবজির দামও কমে আসবে।

সরেজমিনে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার গজারিয়া কালিকা প্রসাদ, শিমুলকান্দি, আগানগরসহ ৭টি ইউনিয়ন ও পৌর শহরের কৃষকরা ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা।

সবজি আবাদের জন্য কেউ তৈরি করছেন বীজতলা, আবার কেউ করছেন জমির পরিচর্যাসহ অনেকেই করছেন চারা রোপণ।

আবার যারা একটু আগে ভাগে আবাদ করতে পেরেছেন তাদের অনেকই জমি থেকে সবজি উত্তোলন করে বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য। কৃষি অফিসের পরামর্শে এসব শাক-সবজি চাষ করে পোকাঁ-মাকড় বা রোগ বালাই না থাকায় ভালো ফলন হয়েছে। ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। বিষমুক্ত লাউ, বেগুন, টমেটো,মূলা, ঢেড়স, ডাটা, ফুলকপি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষিতে সরকারি সহযোগিতা পেলে সবজির উৎপাদন আরও বৃদ্ধি পাবে পাশাপাশি সবজির দামও ক্রয় ক্ষমতার মাঝে চলে আসবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানষের।

ক্রেতা আসাদ মিয়া বলছেন, বাজারে শীতকালীন সবজিগুলোর দাম একটু বেশি। তারপরও শীতের আগাম সবজি কিনছি, কারণ নতুন শাক সবজি।

বিক্রেতা সবুজ মিয়া বলছেন, কৃষকের কাছ থেকে পাইকাররা বেশি দামে কিনছেন বলে খুচরা বাজারেও দাম একটু বেশি রাখা হচ্ছে। তবে শীত পুরোপুরি শুরু হলে সবজির সরবরাহ বাড়বে, তখন সবজির দামও কমে আসবে।

কৃষক জিল্লু মিয়াসহ অনেকে বলেন, শীতের শুরুতে বাজারে শীতকালীন আগাম সবজির চাহিদা একটু বেশিই থাকে। তখন দামও পাওয়া যায় ভালো। তাই আমাদের অনেকেই যারা একটু আগে ভাগে সবজির আবাদ করতে পেরেছেন তাদের অনেকেই জমি থেকে সবজি উত্তোলন করে বাজারে নিয়ে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

পাশপাশি নিজেদের পরিবারের চাহিদাও মিটাতে পারছেন। তবে চলতিবছর বাজারে সবজির দাম গত বছরের তুলনায় একট বেশি। বর্তমানে দ্রব্যমূল্যের উধ্বগতির  জন্যই সবজির বাজার চড়া।  

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, ভৈরবে চলতি বছর ৬৫০ হেক্টর জমিতে আগাম সবজির চাষ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে আগাম সবজি চাষে কৃষকদের ব্যাপক আগ্রহ রয়েছে। শিমুলকান্দি, আগানগর, কালিকাপ্রসাদ ইউনিয়নে বিপুল পরিমাণে সবজি আবাদ করা হয়েছে।

আমাদের মাঠ পর্যায়ে যে সকল কৃষি কর্মকর্তাগণ আছেন তারা সার্বক্ষণিক কৃষকদের জমির পরিচর্যাসহ পরামর্শ দিয়ে যাচ্ছেন। বর্তমানে বাজারে আগাম সবজি দাম বেশি হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। গত বছরের তুলনায় চলতি বছর অধিক পরিমাণ আগাম সবজি চাষাবাদ করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। তারপরও কৃষকরা সে জমিগুলোতে কৃষকরা পুনরায় সবজির আবাদ অব্যাহত রেখেছে। আগামীতে ফলন আরও বাড়বে বলে আশা করছেন কৃষিবিভাগ। উৎপাদল ভালো হওয়ায় বাজারে সবজির চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।

এআরএস

Link copied!