Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে অভিভাবকদের কর্মসূচি

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১০, ২০২৩, ০৩:৪৮ পিএম


নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে অভিভাবকদের কর্মসূচি

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি তুলে কিছু অভিভাবক নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এ শিক্ষাক্রম বাতিলে আগামী ২৪ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবক সমাবেশের ডাক দিয়েছেন তারা। এছাড়া সন্তানের স্কুলের সামনে সমাবেশ ও ১৪ নভেম্বর ডিসিদের কাছে স্মারকলিপি দেবেন তারা।

শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন অভিভাবকরা।

সংবাদ সম্মেলনে অভিভাবকরা নতুন শিক্ষাক্রমকে ‍‍`জাতীয় শিক্ষানীতি‍‍` বিরোধী আখ্যা দিয়ে তা বাতিল করার দাবি জানান। একই সঙ্গে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি নির্দেশক বা ইণ্ডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেডভিত্তিক মূল্যায়ন পদ্ধতি বহাল রাখারা দাবি জানান।

কিছু অভিভাবকের অন্যান্য দাবিগুলো হলো, নম্বরভিত্তিক দুইটা সাময়িক লিখিত পরীক্ষা (৬০ নাম্বার) চালু রাখতে হবে এবং ক্লাসটেস্টগুলোকে ধারাবাহিক মূল্যায়ন (৪০ নাম্বার) হিসাবে ধরতে হবে। নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীর অগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচনের সুযোগ অথবা বিজ্ঞান বিভাগ রাখতে হবে। সব শিখন, প্রোজেক্ট ও অভিজ্ঞতাভিত্তিক ক্লাসের ব্যয় সরকারকে বহন করতে হবে। স্কুল পিরিয়ডেই সব প্রোজেক্ট সম্পন্ন হতে হবে। শিক্ষার্থীদের দলগত ও প্রোজেক্টের কাজে ডিভাইস অনুৎসাহিত করতে হবে এবং তাত্ত্বিক বিষয়ে অধ্যয়নমুখী করতে হবে।

প্রতি বছর প্রতি ক্লাসে নিবন্ধন ও সনদ দেয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে, প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু রাখতে হবে, এবং এসএসসি ও এইচএসসি দুইটা পাবলিক পরীক্ষা বহাল রাখতে হবে। সব শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে অবশ্যই তা মন্ত্রী পরিষদ এবং সংসদে উত্থাপন করতে হবে।

এইচআর

 

Link copied!